সান্যাল বাড়ির বসার ঘরময় ছুটে বেড়াচ্ছে একটা চার বছরের বাচ্চা মেয়ে আর তার পেছনে তার মা ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়ে সোফায় বসে বলে উঠলো, -সোনা মা এবার দাঁড়িয়ে যা কিন্তু বলছি, যদি উঠতে হয় আমাকে পিঠের ছাল চামড়া লাল করে ছাড়বো বলে দিলাম। শতদ্রু বাবু- কে পিঠ লাল করছে শুনি আমার ফ্রেন্ডের? নিজের খেলার সাথীকে দেখতে পেয়ে সাথে সাথে বাচ্চা মেয়েটা তার কাছে দৌঁড়ে গিয়ে হাত দুটো উপরে তুলে দিল। মানে এখন তাকে কলে নিতে হবে। শতদ্রু বাবু বাচ্চাটিকে কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলল,
হারানো সুর…পর্ব-1
সান্যাল বাড়ির বসার ঘরময় ছুটে বেড়াচ্ছে একটা চার বছরের বাচ্চা মেয়ে আর তার পেছনে তার মা ছুটতে ছুটতে হাঁপিয়ে সোফায় বসে বলে উঠলো,-সোনা মা এবার দাঁড়িয়ে যা কিন্তু বলছি, যদি উঠতে হয় আমাকে পিঠের ছাল চামড়া লাল করে ছাড়বো বলে দিলাম।শতদ্রু বাবু- কে পিঠ লাল করছে শুনি আমার ফ্রেন্ডের?নিজের খেলার সাথীকে দেখতে পেয়ে সাথে সাথে বাচ্চা মেয়েটা তার কাছে দৌঁড়ে গিয়ে হাত দুটো উপরে তুলে দিল। মানে এখন তাকে কলে নিতে হবে। শতদ্রু বাবু বাচ্চাটিকে কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলল,শতদ্রু বাবু -আমার ফ্রেন্ডকে কেন মারবি বলেছিস, আমার ফ্রেন্ড তো ব্রেভ গার্ল তাই না ফ্রেন্ড?বাচ্চা মেয়েটি মাথা ...Read More
হারানো সুর…পর্ব-2
ফ্ল্যাশব্যাক,স্রোতস্বিনী কুশলপুর গ্রামের প্রধান রাজনীতিবীদ দামোদর বসাক আর ওনার স্ত্রী কৌশিকী বসাকের একমাত্র আদরের মেয়ে। স্রোতস্বিনী বাবার নয়নের মনি মেয়ে বলে কথা, মায়ের সাথে সারাদিন লেপটে থাকলেও রাতের বেলা বাবার বুকে শুয়ে গল্প না শুনলে মেয়ের আবার ঘুম আসে না।মাত্র চার বছর বয়স স্রোতস্বিনীর এখন, কিন্তু তার মা ঠিক করেছে যে তাকে নার্সারি স্কুলে ভর্তি করাবে, মানে ওই এল কেজিতে আরকি ।সারাদিন মা-বাবাকে ছেড়ে থাকতে হবে ভেবে সতস্বিনী এক নাগাড়ে কেঁদে চলেছে।রাতের বেলা বাড়ি ফিরে দামোদর বাবু মেয়েকে কাঁদতে দেখে প্রথমেই নিজের বাইরের পোশাক ছেড়ে হাত-পা ধুয়ে এসে নিজের মেয়েকে কোলে তুলে নিলেন যে এতক্ষন বিছানায় উল্টে শুয়ে একনাগাড়ে ...Read More