গ্রামের সকাল, ভোটের গন্ধপশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম—গোপালপুর। এই ছোট্ট গ্রামের, চারদিকে সবুজ ধানক্ষেত, গাঁয়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা কাঁচা রাস্তা চলে গেছে। একদিকে নদীর বাঁধ, অন্যদিকে বনজঙ্গল। ভোরের সূর্য ওঠার সাথে সাথে গ্রাম জেগে ওঠে।পাখির ডাক, গরুর ঘণ্টার টুংটাং শব্দ, আর কাকের ডাক মিলেমিশে এক অদ্ভুত সকাল তৈরি করে। কিন্তু এই সকালের মাঝেও একটা চাপা উত্তেজনা বিরাজ করছে—কারণ আর কয়েকদিন বাদেই বিধানসভা নির্বাচন।চায়ের দোকানে ভিড়গ্রামের চায়ের দোকান যেন নির্বাচনী আলাপের মঞ্চ। ভোরে মাঠে যারা কাজ করতে যায়, কিংবা যারা মাছ ধরতে নদীর ধারে নামে, তারা সবার আগে চায়ের দোকানেই বসে।চা-দোকানদার হরিদা, মোটা গলায় ডাক দেন—“এই নাও, চা হয়ে গেল! এবার ভোটের
ভোটের রঙ - 1
গ্রামের সকাল, ভোটের গন্ধপশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম—গোপালপুর। এই ছোট্ট গ্রামের, চারদিকে সবুজ ধানক্ষেত, গাঁয়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা কাঁচা রাস্তা গেছে। একদিকে নদীর বাঁধ, অন্যদিকে বনজঙ্গল। ভোরের সূর্য ওঠার সাথে সাথে গ্রাম জেগে ওঠে।পাখির ডাক, গরুর ঘণ্টার টুংটাং শব্দ, আর কাকের ডাক মিলেমিশে এক অদ্ভুত সকাল তৈরি করে। কিন্তু এই সকালের মাঝেও একটা চাপা উত্তেজনা বিরাজ করছে—কারণ আর কয়েকদিন বাদেই বিধানসভা নির্বাচন।চায়ের দোকানে ভিড়গ্রামের চায়ের দোকান যেন নির্বাচনী আলাপের মঞ্চ। ভোরে মাঠে যারা কাজ করতে যায়, কিংবা যারা মাছ ধরতে নদীর ধারে নামে, তারা সবার আগে চায়ের দোকানেই বসে।চা-দোকানদার হরিদা, মোটা গলায় ডাক দেন—“এই নাও, চা হয়ে গেল! এবার ভোটের ...Read More
ভোটের রঙ - 2
অধ্যায় ২: শহরের পোস্টারভোরের আলো ফুটতেই কলকাতার শহর যেন নতুন এক সাজে সেজে উঠতে শুরু করেছে। ঘন কুয়াশার আবরণ গেলে চোখে পড়ে বাড়ির দেওয়াল জুড়ে নতুন রং-এর আঁচড়। লাল, সবুজ, নীল, গেরুয়া – যত রঙের খেলা সম্ভব, সব যেন মিশে আছে সেই দেওয়ালে। প্রতিটি রাজনৈতিক দল যেন প্রতিযোগিতায় নেমেছে—কে বেশি পোস্টার লাগাতে পারে, কার ব্যানার বেশি উঁচুতে উড়তে পারে, কার পতাকার রং বেশি ঝলমল করতে পারে।শহরের মূল সড়ক থেকে সরু গলিপথ—কোথাও ফাঁকা নেই। বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে মোড়ের দোকানের টিনের ছাউনি পর্যন্ত ভরে গেছে কাগজে ছাপানো মুখ, হাসিমুখে হাত নেড়ে চলেছে প্রার্থী, সাথে বড় বড় অক্ষরে স্লোগান— “পরিবর্তনের ...Read More