অগ্নিস্নেহ

(0)
  • 18
  • 0
  • 483

আগুন চারিদিকে শুধু আগুন। রাতের অন্ধকার কে সম্পূর্ণ উপেক্ষা করে চোখ ঝলসে দেওয়া এক দাবদাহ। কি প্রচন্ড তার শব্দ, সঙ্গে হাজার মানুষের আর্তনাদ। আর তারই মধ্যে কিছু মানুষ করে চলেছে সময়ের বিরুদ্ধে লড়ে আগুনের হাত থেকে প্রাণ বাঁচিয়ে আনার এক প্রবল সংগ্রাম। এই সব কিছুর মাঝেও এক ক্ষুদ্র গলার ক্ষীণ আকন্ঠ অনুরোধ আজও মনে পড়ে অনির্বাণের, “আমার দাদাভাই কে ফিরিয়ে আনুন….ও ছাদে আসতে পরে না.....ওর তো পা নেই…”

1

অগ্নিস্নেহ - পর্ব 1

আগুন চারিদিকে শুধু আগুন। রাতের অন্ধকার কে সম্পূর্ণ উপেক্ষা করে চোখ ঝলসে দেওয়া এক দাবদাহ। কি প্রচন্ড তার শব্দ, হাজার মানুষের আর্তনাদ। আর তারই মধ্যে কিছু মানুষ করে চলেছে সময়ের বিরুদ্ধে লড়ে আগুনের হাত থেকে প্রাণ বাঁচিয়ে আনার এক প্রবল সংগ্রাম।এই সব কিছুর মাঝেও এক ক্ষুদ্র গলার ক্ষীণ আকন্ঠ অনুরোধ আজও মনে পড়ে অনির্বাণের, “আমার দাদাভাই কে ফিরিয়ে আনুন….ও ছাদে আসতে পরে না.....ওর তো পা নেই…”***জুন মাস, রাত তখন প্রায় ১টা ৪০। অনির্বাণ চ্যাটার্জী নিজের অফিসে বসে গতকালকের খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছে। বয়স চল্লিশের কাছাকাছি, সুঠাম দীর্ঘ চেহারা, মাথার কয়েকটা চুলে পাক ধরা সুরু হয়েছে ঠিকই কিন্তু দেখলে ...Read More

2

অগ্নিস্নেহ - পর্ব 2

দিনটা ছিল যুদ্ধের একাদশ দিন, সেদিন ভোরের হিমে ঢাকা ছিল কার্গিল সীমান্ত। তিনটি সেনা বাহিনীর জিপ এগিয়ে চলছিল ধীরে ঘন কালো মেঘ আর রুক্ষ মাটির মাঝ দিয়ে। পাহাড় যেনো নেমে এসেছিল সড়কের মুখে মুখে, বিশাল, শান্ত আর শীতল। চারদিকে ছিলো শূন্যতা, তবুও সকলের নিঃশ্বাসে টান ছিল এক অজানা আশঙ্কার।জিপের সামনে বসে ছিল সেই মিশনের কমান্ডার অনির্বাণ চট্টোপাধ্যায়। মুখে নীরবতা, চোখে শীতল হিসেব। যুদ্ধের বর্তমান পরিস্থিতির কথা ভাবছিল সে।পাশের গাড়িতে ছিল ক্যাপ্টেন অর্জুন সিংহ, অনির্বাণের সবচেয়ে পুরনো আর খুব কাছের বন্ধু, যে এনডিএর প্রথম দিন থেকে তার সাথে ছিল। দুজনেই একে অপরকে চিনত চোখের ভাষায়—কিছু না বলেই বুঝে যেত কার ...Read More