Devil's Passionate Love

(2)
  • 21k
  • 0
  • 7.3k

খুব জোরে বৃষ্টিপাত হচ্ছিল আর উপর বজ্রপাত জুড়ালো আওয়াজ আর কালো ঘন অন্ধকার কোথাও কোন আলোর একটুও নাম নেই।। এইসবের কোন চিন্তা না করে ও এগিয়ে যাচ্ছে জানো ওর কোন যায় আসে না ও ওর এক হাত ওর পেটের মধ্যে ছিল আর ওর চোখের জল এই বৃষ্টিতে যেন মিশে যাচ্ছে ও এইসবের মন না দিয়ে ও ওর রাস্তায় এগিয়ে যাচ্ছে। ভাবে এগোতে এগোতে ও একটা ছোট্ট গ্রামের মধ্যে পৌঁছে গেল ওই গ্রামে পৌঁছাতেই ও দেখল একটা ছোট ঝুপড়ি । ওই ছবিটার লাল টেনের আলো জ্বলছে আর নিচে যেন এই ঝড়ের সঙ্গে লড়াই করার চেষ্টা করছে ওই লাল টেন নিজেকে রক্ষা করার চেষ্টা করছে কিন্তু লাল টেন তা নিজেকে রক্ষা করতে অসফল।

1

Devil's Passionate Love - 1

খুব জোরে বৃষ্টিপাত হচ্ছিল আর উপর বজ্রপাত জুড়ালো আওয়াজ আর কালো ঘন অন্ধকার কোথাও কোন আলোর একটুও নাম নেই।। কোন চিন্তা না করে ও এগিয়ে যাচ্ছে জানো ওর কোন যায় আসে না ও ওর এক হাত ওর পেটে ছিল আর ওর চোখের জল এই বৃষ্টিতে যেন মিশে যাচ্ছে ও এইসবের মন না দিয়ে ও ওর রাস্তায় এগিয়ে যাচ্ছে। ভাবে এগোতে এগোতে ও একটা ছোট্ট গ্রামের মধ্যে পৌঁছে গেল ওই গ্রামে পৌঁছাতেই ও দেখল একটা ছোট ঝুপড়ি ।ওই ছবিটার লাল টেনের আলো জ্বলছে আর নিচে যেন এই ঝড়ের সঙ্গে লড়াই করার চেষ্টা করছে ওই লাল টেন নিজেকে রক্ষা করা ...Read More

2

Devil's Passionate Love - 2

আরোহী শুনল , ওর বাবা বলল সৎ মাকে,"জান তুমি সত্যিই পারো বটে কিভাবে অ্যাক্সিডেন্টটা করালে আর ওর সব প্রপার্টি নামে হয়ে গেল, শালা আমার বুড়ো বাপ কি দেখে যে ওই আন এডুকেটেডফুলটার সঙ্গে আমার বিয়ে দিয়েছে আফটার অল আমার সব ওই প্রপার্টি ওই আন এডুকেটেডফুলের নামে করে দিয়েছে। এটা শুনে আরোহীর পায়ের তলা থেকে মাটি সরে গেল আর ওই ভাবতেও পারছি না ওর বাবা এরকম করবে। কিন্তু তারপরের যেই কথাটা বলল ওর বাবা সেটা শুনে তো ওর অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। ওর বাবা ওর সৎ মাকে বলল,"হিনা আমার নিজের মেয়ে আর ওই আন এডুকেটেড ফুলের মেখে আমার সহ্য হয় ...Read More