হাড়ের পাহার (Bengali)

  • 62.8k
  • 2
  • 20.8k

এক রাজার দুই ছেলে ছিল। ছোট ছেলের তিনজন বন্ধু ছিল। তাদের মধ্যে একজন হল মন্ত্রীপুত্র, দ্বিতীয় জন কোটালপুত্র আর তৃতীয় জন হল, শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে। এই চার বন্ধু একে অপরকে খুব ভালবাসত। একদিন তাঁরা ঠিক করল তাঁরা অনেক দূরের দেশে পাড়ি দেবে। এই ভেবে একদিন, এক একজন একটি করে ঘোড়ায় চেপে পাড়ি দিল দূর দেশের উদ্দেশ্যে। ঘোড়ায় চেপে যেতে যেতে প্রায় দুপুর নাগাদ তাঁরা একটি শহর ছাড়িয়ে গভীর জঙ্গলে এসে পড়ল। ক্লান্ত শরীর নিয়ে সেখানে এসে একটু বিশ্রাম নেবার জন্য ঘোড়া থেকে নামল।