টাকমাথা বউ (Bengali)

  • 57.7k
  • 17.4k

এক বনিকের দুটো বউ ছিল। বড় বউয়ের থেকে ছোট বউকে সে বেশি ভালবাসত। ছোট বউের অনেক চুল। সে তার চুলে দুটো বেনুনি বাঁধত আর বড় বউয়ের মাত্র এক গোছা চুল ছিল। একদিন সেই বনিক ব্যবসার কাজে অনেক দূরের শহরে গেল। বাড়িতে কেবলমাত্র দুই বউই রইল। তারা একে অপরকে খুব ঘেন্না করত। স্বামী সোহাগিনী ছোট বউ, বড় বউয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। তাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করাতো, সারা দিনরাত তাকে শুধুই বকাবকি করত। পেট ভড়ে খেতেও দিত না।