ঝরাপাতা পর্ব - ৬৭মিলিকে সামনে দেখে রনি প্রথমে মাথা নিচু করে ফেলে। তারপরই মনে পড়ে মামারা রয়েছে, ওরা কিছু জানেনা। ছেলেটিকে আস্তে আস্তে বলে, "ওদের দুজনকে চা দাও, আর আমাকেও দিও।"মিলির থেকে একটু দূরে সরে দাঁড়ানোর আগেই শোনে মিলি বলছে, "আমি চা খাব না।"রাগটা আবার ফিরে আসে রনির, মনে মনে বলে, "খেও না চা, কিছুই কোরো না। সারাজীবন বসে বসে ভাবো, আমি খারাপ, আমার চরিত্র খারাপ। আমি চা কিনেছি, তাই ওটাও খারাপ।" খানিকটা দূরে চুপ করে দাঁড়িয়ে থাকে। ছেলেটি ফিরে এলে তাকে টাকা দিয়ে নিজের চা টা হাতে নিয়ে চুমুক দেয়। মামারা এসে ওর দুপাশে দাঁড়িয়েছে, তিনজন টুকটাক কথা হচ্ছে। পিউ আর মিলি