Catagory-(Romantic+Thriller️+Psycho+Toxic+Crime️+Foreign plot+Sad ending)Episode-17এডউইন তৎক্ষণাৎ বেলার গলা চেপে ধরে তার চোখ দুটো অসম্ভব হিংস্র হয়ে ওঠে।" কি বললি তুই আমার মন মানসিকতা নিঁচু? আর ঐ এডিসনের মন বুঝি অনেক বড়ো আর এতটাই বড়ো যে সোজা প্রোপোজ করে বসলো গোটা ভার্সিটির সামনে।"রিক এতো জোরে গলা চেপে ধরায় বেলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বেলার চোখে জল দেখেও রিকের যেন একটুও মায়া হচ্ছে না উল্টো তার প্রতি এক অপ্রকাশিত অভিমান ঢেলে দিচ্ছে। কিছুক্ষণ পর রিক বেলার গলা ছেড়ে দিলে সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। রিক বেলার কাছ থেকে সরে গিয়ে পানির গ্লাস এগিয়ে দেয় কিন্তু বেলা নিমিষেই সেটা ভেঙ্গে ফেলে আর তীব্র কণ্ঠে