পার্ট_১"কখনো ছেড়ে যাব না"রাত তখন প্রায় বারোটা। শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু ফেলিক্সের ঘরে আলো জ্বলছে। টেবিলের ওপর বিদেশি কোম্পানির অফার লেটার, আর তার পাশেই আলিশার হাতের লেখা চিরকুট—দুটোই একই সঙ্গে ওকে টানছে, আবার ছিঁড়ে দিচ্ছে।“আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না”—এই কথাটা আলিশা বলেছিল এক বৃষ্টিভেজা বিকেলে।সেদিন আলিশার চোখে কোনো ভয় ছিল না। কারণ সে ভালোবাসলে পুরোটা দিয়ে ভালোবাসে।ফেলিক্সের জীবন কখনোই কঠিন ছিল না। বড় বাড়ি, সচ্ছল পরিবার, পড়াশোনার জন্য কোনো চিন্তা নেই। তার বাবা বিশ্বাস করেন—জীবনে সবচেয়ে বড় প্রেম হলো সফলতা। আর মা বিশ্বাস করেন—ছেলের ভবিষ্যৎ মানেই সামাজিক মান।অন্যদিকে আলিশা—মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে। তার জীবন হিসাব করে চলা শিখিয়েছে।