ঝরাপাতা - 65

ঝরাপাতা পর্ব - ৬৫- "আমি মিলিকে ডাকছি দাঁড়াও।" গোপা চটপট মিলির ঘরের দিকে হাঁটা দেয়। মিলি টের পেয়েছে, পিউ এসেছে। সেজন্যই ঘর থেকে বেরোয়নি। আগের দিনও এসে ওকে একগাদা প্রশ্ন করেছে। রনির সম্পর্কে কোনও আলোচনাই আর ভালো লাগছে না মিলির। গোপা মেয়ের পাশে এসে বসল, "একটা ঝামেলা হয়েছে, বুঝলি। মণিকাদির শরীরটা এখনও ভালো হয়নি। এদিকে তোকে দেখতে চাইছে। দ্যাখ, ভুল ভাবিস না মা, আমরা তোর দিকেই আছি। কিন্তু একটা অসুস্থ মানুষের এইটুকু ইচ্ছেপূরণ না করলে, টেনশন, কান্নাকাটি করে যদি আরও অসুস্থ হয়ে পড়েন, তখন নিজেদের কাছে নিজেরাই অপরাধী হয়ে যাব।"- "পিউবৌদির কথা শুনতে পাচ্ছিলাম। এখন কি করতে বলো মা?"- "দ্যাখ, মণিকাদি রনির উপর