ঝরাপাতা পর্ব - ৬৪- "মামনি একদম ঠিক হয়ে গেছে?" পিউ প্রশ্ন করে। - "একদম ঠিক হয়ে গেছে তা নয়। তবে জ্ঞান তো এসেছে অনেকক্ষণ। এখন অক্সিজেনও দিতে হচ্ছে না। বুকের ব্যথাটা আছে। নিজেই ডাক্তারের কাছে বলেছে। তবে ওটাও কমে যাবে বলছে ডাক্তাররা। আমিও কথা বললাম। কোনো ভয় নেই বলল। কিন্তু সমস্যা হচ্ছে, মা মিলিকে দেখতে চাইছে।" বনি ঘটনাটা খুলে বলে। - "মিলিকে কি করে..........তোমার ভাইকে বলো গিয়ে।" পিউ চটে ওঠে। - "থাক, মাথা ঠান্ডা করো এখন। চুপ করে বসে আছে। এ্যাম্বুলেন্সে মার হাত ধরে বসে ছিল। জ্ঞান আসার পর থেকে মা তো ওর নামও করছে না, খালি আমাকে ডেকেছিল। আমাকে বলছে" বনির গলাটা ধরে