ঝরাপাতা পর্ব - ৬৩নার্সিং হোমে ডাক্তাররা পরীক্ষা করে বলেন, মণিকার কার্ডিয়াক এ্যারেস্ট। অপমান, অসম্মান, মিলিকে যতটা কষ্ট ভোগ করতে হচ্ছে তার দায়ভাগ নিজেরও আছে, এটা ভুলতে না পারা, সবচেয়ে বড় কথা, ভবিষ্যতে কি হবে, এই সমস্ত চিন্তার জালে জড়িয়ে গেছিল মণিকা। জ্ঞান হারানোর আগে মোবাইলে বনির নম্বরটায় আঙ্গুল ছোঁয়াতে পেরেছিল কেবল। বনি জেগে উঠে ফোন রিসিভ করে কোনো সাড়া পায়নি, তবে দুদ্দাড়িয়ে নেমে এসেছিল দুজনেই। মাকে দেখেই বিছানার পাশের টেবিলটা থেকে জল নিয়ে চোখেমুখে ছেটাতে শুরু করেছিল বনি। পিউ তখন সব ভুলে দৌড়েছিল রনির কাছে। এই তিনদিন কেউ রনির সঙ্গে কথা বলেনি, তবে মায়ের এই অবস্থায় বনি আর ভাইকে বাধা দেয়নি।এ্যাম্বুলেন্স ডেকে