ঝরাপাতা - 62

ঝরাপাতা পর্ব - ৬২- "আর কোনো কথা না, তুমি যাও রনিদা। তোমার জন্যই বাবার শরীর খারাপ হচ্ছে। তোমাকে আর কোনো ক্ষতি করতে দেব না আমি। ভাইয়া, তুই তাড়াতাড়ি ডাঃ মিত্রকে ফোন কর। চেম্বারে থাকলে সোজা ওখানেই চলে যাব।" মিলি রনির দিক থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছিল। - "মিলি, আমরা চলে যেতাম। কিন্তু দাদার শরীরটা........। বনি থাক তোদের সঙ্গে। মাথা ঠান্ডা কর মা।" মিলির মাথায় হাত রাখে মণিকা। - "কাকিমা, প্লিজ, ভালো লাগছে না। তোমরা এখন যাও। দরকার পড়লে আমরা ডাকব।" মিলি এক ঝটকায় সরে গেছিল। - "মা, এক্ষুণি চল এখান থেকে। যে অপমান তুমি করেছ, আমি অন্ততঃ মনে রাখব মিলি। তোমাদের কারো কোনো ডাকে