ঝরাপাতা - 61

ঝরাপাতা পর্ব - ৬১মিলি যা ভাবছিল তারই প্রতিধ্বনি শোনা গেছিল বাবার গলায়, "তোমার কনসার্ন যদি লিলিকে নিয়ে হয়, তুমি আবার ভাবো রনি। আমরা ফোর্স করছি বলে মিলিকে নিয়ে যেতে হবে না। একবার জোর করে বিয়ে দেওয়া হল, নিয়ে গিয়ে তুমি যা করলে, তার চেয়ে আমার মেয়ে আমার কাছে ভালো আছে।" বাবা মুখ ঘুরিয়ে নিয়েছিল। মিলির তখন হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। রনি কি চায়? এতদিন ধরে এত কথার পর যেই সেই দিনটা আসতে চলেছে, সব তছনছ করে দিচ্ছে কেন ও? মিলি যে ওকে নিজের সবকিছু মেনে বসে আছে ! অথচ ও সবসময় দিদিকে উদ্ধার করার কথা ভাবে কেন আগে? - "আপনি যদি