হনুমানের রোমন্থন এবং মনস্তাপ

  • 402
  • 120

হনুমানের রোমন্থন এবং মনস্তাপ   গঙ্গার উৎসমুখ গঙ্গোত্রীর সন্নিকটে এক সুবিশাল বিস্তৃত শিলাখণ্ডের উপরে অধোবদনে উপবেশন করিয়া মহাবলী চিরঞ্জীবী হনুমান বিষণ্ণবদনে রোমন্থন করিতেছিলেন - তাঁহার জন্মগ্রহণের পর হইতে কত সহস্র বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে, এই ধরাধামে কত কিছু ঘটিয়া গিয়াছে, কত রাজা-মহারাজা-সম্রাটের উত্থান-পতন হইয়াছে, কত দুর্যোগে প্রাণীকুল বিপন্ন হইয়াছে, ক্ষমতার লালসায় কত যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হইয়াছে, তিনি সকলই চাক্ষুস করিয়াছেন। চিরঞ্জীবী হইবার বরপ্রাপ্তিতে তিনি যৌবনারম্ভে উৎফুল্ল হইয়াছিলেন, কিন্তু শ্রীরামচন্দ্রের জীবনাবসানের পর এবং তাঁহার সকল স্বজন মিত্র ও সুহৃদগণের স্বর্গগমনের পর হইতে যত দিন অতিবাহিত হইতেছে তিনি একাকীত্বের যন্ত্রণায় মানসিকভাবে তত বিপর্যস্ত হইতেছেন। মানসিক যন্ত্রণা হইতে মুক্তি পাইবার নিমিত্ত তিনি নিরবচ্ছিন্নভাবে পৃথিবীর