ভাগ্যের লেখন ??✨

  • 558
  • 156

আমাদের পাড়ারই এক ছেলের কথা নাম রিয়ান আমি হলাম পাখি আমি রিয়ানকে খুব ভালোবাসি। ও আমাকে ভালোবাসে, সেটাও আমি জানি। আমি যে ওকে কতটা পছন্দ করি তা ও জানে কিন্তু আমি যা ওকে কতটা ভালোবাসি তা ও জানে না। আমি ওর থেকে একটা বছরের বড়।আমি আমার ভালোবাসাকে হারিয়েছি হারান তো দূরের কথা আমি তাকে কোনদিনও নিজের চোখে দেখার সৌভাগ্যও করিনি আছে অন্য কাউর। জানো তো যেখানে বলে যে প্রথম ভালোবাসা হওয়া অনেকে ভাগ্যের ব্যাপার। কিন্তু তারা জানে না একটি মানুষের প্রথম ভালোবাসা থেকে শেষ ভালোবাসা হওয়া আরও ভাগ্যের ব্যাপার। রিয়ান আমার শেষ ভালোবাসা। যেখানে তুমি জানো যে এই ভালোবাসায় তুমি