ভুল পথে পেলাম তোমাকে - Part 15

  • 63

ভুল পথে পেলাম তোমাকে – “ভালোবাসার পর — যুদ্ধ শুরু”ভালোবাসা কখনো যুদ্ধ থামায় না।ভালোবাসা শুধু বলে দেয়—কিসের জন্য যুদ্ধ করতে হবে।ভোরের আলো ঘরে ঢুকেছে।কিন্তু সেই আলো উষ্ণ নয়—বরং সতর্ক।ইরা এখনো মায়ার বুকে মুখ গুঁজে আছে।মায়ার হাত শক্ত করে ধরা—যেন ছেড়ে দিলেই আবার অন্ধকার টেনে নেবে।মায়া ফিসফিস করে বলল—— “তুই জানিস…আজকের পর আর কিছু আগের মতো থাকবে না?”ইরা চোখ বন্ধ রেখেই বলল—— “আমি জানি।আর আমি ভয় পাচ্ছি না।”মায়া হালকা হাসল।কিন্তু সেই হাসির ভেতর ক্লান্তি।— “আমি পাচ্ছি।”ইরা মাথা তুলল।— “তুমি তো ছায়া।ভয় কিসের?”মায়া চোখ নামিয়ে নিল।— “ছায়ার ভয় সবচেয়ে গভীর হয়, ইরা।কারণ আমরা জানি—অন্ধকার কতটা নির্মম হতে পারে।”◆ ১. ভাঙা সকাল — অশান্তির