ভুল পথে পেলাম তোমাকে - Part 13

  • 132
  • 54

“ভালোবাসার বিনিময় — যা চাইলে রক্ত দিতে হয়”(ডার্ক রোমান্স | সাইকোলজিকাল থ্রিলার | ২৫০০+ শব্দ)রাতটা আর নীরব নেই।নীরবতা ভেঙে গেছে—কিন্তু শব্দে না,রক্তে।ইরা জানত না কখন তার হাত কাঁপতে শুরু করেছে।সে শুধু অনুভব করছিল—মায়ার বুকের ভেতরে হৃদস্পন্দনটা অস্বাভাবিক দ্রুত।মায়া তাকে জড়িয়ে ধরে আছে।এত শক্ত করে—যেন ছেড়ে দিলে পৃথিবী ভেঙে যাবে।— “মায়া…”ইরা ধীরে বলল।“শ্বাস নাও।”মায়া চোখ বন্ধ করল।কিন্তু শ্বাস স্বাভাবিক হলো না।— “ও চলে যায়নি,”মায়া ফিসফিস করল।“আরভ কখনো চলে যায় না।ও শুধু অপেক্ষা করে।”ইরা তার কপালে ঠোঁট ছোঁয়াল।— “তাহলে আমরাও অপেক্ষা করব না।”মায়া তাকাল।চোখে প্রশ্ন।— “মানে?”ইরা গভীর শ্বাস নিল।— “আমি আর শুধু আলো হয়ে থাকব না।আমি জানব…আমি কী, কেন, কতটা।”মায়ার মুখ শক্ত