“ইরার পরীক্ষা — মায়াকে পাওয়ার যুদ্ধ”অন্ধকার।এমন অন্ধকারযেখানে নিজের নিঃশ্বাসও শোনা যায় না।ইরা দাঁড়িয়ে আছে—কিন্তু মাটি নেই, আকাশ নেই, দিক নেই।শুধু একটা ভারী উপস্থিতি।অন্ধকারের রাজা।তার কণ্ঠ চারপাশ থেকে ভেসে আসছে—“চোখ খুলে তাকাও, মানুষ।”ইরা চোখ খুলল।আর যা দেখল— তার বুক কেঁপে উঠল।সে দাঁড়িয়ে আছে এক বিশাল শূন্যতার মাঝে।আর চারদিকে—হাজার হাজার ছায়া।সব ছায়ার চোখ এক।শুধু ক্ষুধা।একটা ছায়া ফিসফিস করে বলল—“ওই তো আলো…”আরেকটা—“ওকে নাও…”আরেকটা—“ওকে ভাঙলে মায়া ভাঙবে…”ইরার হাঁটু কেঁপে উঠল। কিন্তু সে পড়ে গেল না।রাজা আবার বললেন—“এরা সবাই তোমাকে চাইছে।ভয় পেলে এক সেকেন্ডও টিকবে না।”ইরা ধীরে শ্বাস নিল। মনে পড়ল—মায়ার চোখ,মায়ার কণ্ঠ,মায়ার বলা শেষ কথা—“তোকে রক্ষা করাই আমার জন্মগত অধিকার।”ইরা ফিসফিস করে বলল—“আর তোমাকে