ভুল পথে পেলাম তোমাকে – Part 10“অন্ধকারের তৃতীয় নিয়ম — যার ভয় সবচেয়ে গভীর, তাকে রক্ষা করতে গেলে আত্মা কেটে যায়”ঘরটা নিস্তব্ধ।ইরা মায়ার কাঁধে মাথা রেখে বসে আছে—দু’জনেই হাঁপাচ্ছে, কিন্তু কেউ আলাদা হতে চাইছে না।মায়ার আঙুল ইরার পিঠে থরথর করছে।যেন এই মুহূর্তে সে কাউকে হারানোর ভয় পাচ্ছে।ইরা ফিসফিস করল—“মায়া… তুমি ভয় পাচ্ছ?”মায়া চোখ বন্ধ করে বলল—“তোকে হারানোর ভয়… ভয় নয় ইরা— সেটা আমার অভিশাপ।”ইরা তার গালে হাত রাখতেইমায়া ইরাকে আরও কাছে টেনে নিল।মায়া ধীরে বলল—“আজ থেকে তুই শুধু আলো নোস…তুই আমার কেন্দ্র।”ইরা অবাক—“কেন্দ্র?”মায়া মাথা নেড়ে বলল—“হ্যাঁ… ছায়াদের জগতে যার জন্য অন্ধকার বদলায়… তাকে কেন্দ্র বলে।আর তোকে নিয়ে আজ অন্ধকার বদলে