ভুল পথে পেলাম তোমাকে – Part 9“ছায়াদের ইতিহাস – মায়ার জন্মরহস্য”রাত নেমেছে।ইরা মায়ার পাশে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই।মায়ার শরীর এখনো উত্তপ্ত-ঠান্ডা—যেন আগুন আর বরফ একইসাথে বয়ে যাচ্ছে তার শিরায়।পূর্ণ ছায়ার সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে,কিন্তু এর পরের অস্থিরতা মাত্র শুরু।ইরা নিঃশব্দে মায়ার গালে হাত রাখল।মায়া চোখ খুলল।ধীরে হাসল—সেই অল্প-দেখা দুঃখমাখা হাসি।— “ঘুমাসনি?”— “তুমি ঘুমাচ্ছো না আমি কীভাবে ঘুমাই, মায়া?”মায়া কিছুক্ষণ চুপ।তারপর ধীরে বলল—— “ইরা…তুই সত্য জানতে চাস?”ইরা তাকিয়ে রইল তার চোখে।— “হ্যাঁ।তোমার সব সত্য।”মায়ার চোখের কালো গভীরতা যেন আরও অন্ধকার হয়ে উঠল।— “তাহলে শুন…”সে ফিসফিস করল।“আজ আমি তোকে আমার জন্মরহস্য বলব।যা কেউ জানে না…এমনকি ছায়ারাও না।”ইরার শ্বাস