ভুল পথে পেলাম তোমাকে - Part 8

  • 78

ভুল পথে পেলাম তোমাকে – Part 8“পূর্ণ ছায়ার আক্রমণ – ইরার প্রথম পরীক্ষা”রাত নেমেছে।কিন্তু এই রাতটা আগের সব রাতের থেকে আলাদা—আজ অন্ধকারের ভেতরে কেউ লুকিয়ে নেই,বরং অন্ধকার নিজে আজ দরজা খুলে ঢুকতে চায়।মায়া জানালার পাশে দাঁড়িয়ে।তার চোখে সেই কালো আগুন—যা মানুষকে ভয় দেখায়,আর ছায়াদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।ইরা পিছন থেকে দেখছে…মায়ার পিঠের পিছু লম্বা ছায়া পড়ছে—যেন মায়ার শরীরের সাথে আরেকটা দানব দাঁড়িয়ে আছে।ইরার বুক ধড়ফড় করে উঠল।সে জানে… আজ কিছু একটা হবে।মায়া বলে উঠল—— “ইরা… আজকের রাতটা একটু শক্ত করে সহ্য করবি।এটা তোর প্রথম পরীক্ষা।”ইরা কাঁপা গলায় বলল—— “পরীক্ষা? কোন পরীক্ষা?”মায়ার চোখ তার দিকে ফিরে এলো—— “পূর্ণ ছায়ার পরীক্ষা।ও তোকে নিজের