হিন্দুশাস্ত্রে বর্ণিত কিছু অত্যাশ্চর্ষ সরস কাহিনি

  • 48

 হিন্দুশাস্ত্রে বর্ণিত কিছু অত্যাশ্চর্ষ কাহিনি সনাতনীদের জ্ঞাতার্থে এবং পালনার্থে রামায়ণ, মহাভারত, পুরাণাদি হিন্দুশাস্ত্রে বর্ণিত কিছু অত্যাশ্চর্ষ সরস কাহিনির সংক্ষিপ্ত সংকলন   পৃথিবীতে অদ্যাবধি যতগুলি ধর্ম প্রবর্তিত হইয়াছে, সেইসকল ধর্মের অনুসারীগণ বিশ্বাস করিয়া থাকেন যে, তাহাদের  ধর্মপুস্তকে বর্ণিত সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের স্থাবর-জঙ্গমাদি সকল কিছুই সৃষ্টি করিয়াছেন। মনুষ্য কর্তৃক গৃহীত ও আচরিত বিভিন্ন ধর্মগুলির মধ্যে সনাতন নামক একটি ধর্ম বহুল প্রচলিত। এই ধর্মের আনুসারীগণ মূলতঃ হিন্দু নামে পরিচিত। অধুনা হিন্দুগণের মধ্যে আবার একাংশ নিজেদেরকে সনাতনী বলিয়া পরিচয় দিয়া থাকেন। বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে হিন্দু কিংবা সনাতনীদের পূর্বজগণের মধ্য হইতে কিছু পণ্ডিত রামায়ণ, মহাভারত্, বেদ, উপনিষদ, পুরাণ নামক বিভিন্ন গ্রন্থ রচনা করিয়াছিলেন যাহা হিন্দুশাস্ত্র