সহজ সাধনা

কিশোরী মোহন দাস, অনন্ত মহারাজ, নফর ঘোষ, শিলচরের কুমুদ দা,.. অমন আরো বহু বহু ভক্ত সৎসঙ্গের ইতিহাসে রয়েছে,- বর্তমানেও বহু ভক্ত কর্মী দাদা ও মায়েদের দেখতে পাই,- যারা পুঁথিগত বিদ্যায় অনেকটাই পিছিয়ে, ঠাকুরের বানীটানি বিশেষ মূখস্ত বলতে পারেন না, কঠিন কঠিন বানীর ব্যাখ্যা জানেন না, তত্ত্বকথা বিশেষ বলতে পারেন না।কিন্তু,- সরলতা, সহজ ভক্তি, সমর্পন, গভীর বিশ্বাস, অকপটতা, নিষ্ঠা, একানুরক্তি এতটাই  বেশী যে,- তাদের দেখে লক্ষ কোটি মানুষ ঠাকুরের প্রতি আকর্ষিত হয়েছে৷ ঠাকুর তাদের কাঁধে ভর দিয়ে বিশ্বদুনিয়ায় বিচরন করেন। ঠাকুরের বানীগ্রন্থ পাঠ, আলোচনা, বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন। কিন্তু কঠিন কঠিন বানীর ব্যাখ্যা ও বিশ্লেষণের নেশার চেয়েও,- ঠাকুরের মন্দিরে গিয়ে একবেলা ঠাকুর