ঝরাপাতা - 59

  • 30

ঝরাপাতা পর্ব - ৫৯পরদিন, এ বাড়ির চারজনই গিয়ে হাজির। অমর ছুটি করতে পারেনি, তবে অঙ্কুর আর দীপা এসেছে। সবাই আন্তরিকভাবে আপ্যায়ন করে এদের। বিয়ের দিন থেকে একদিকে যত সমস্যা আর ভুল বোঝাবুঝির পাহাড় জমছিল, অন্যদিকে সেগুলো মেটানোর চেষ্টা আজ সফল হয়েছে। উভয়পক্ষই খুশি। প্রথমে একচোট চা, মিষ্টি, কাটলেট, গল্প, আড্ডা। তার মাঝখানে বসে রনি আর মিলি আড়চোখে এ ওকে দেখে যাচ্ছে। মিলি আজ স্নান করে একটা হলুদ তাঁতের শাড়ি পরেছে। খোলা চুল, সিঁদুর, শাঁখা চুড়ি পরে একেবারে নতুন বউ। রনির মনে পড়ছে, বউভাতের অনুষ্ঠানে সেদিন সকালের মতোই লাগছে মিলিকে। বা তার চেয়েও স্নিগ্ধ। সেদিন আরেকটু ভারী গয়নাগাটি, দামী শাড়ি আর মেকআপ করিয়েছিল