ঝরাপাতা পর্ব - ৫৮- "কি হয়েছে মিলি? কি চাই বলো না। এরকম হেজিটেট করো কেন আমাকে কিছু বলতে?"- "হেজিটেট করছি না, বলছি। আমার রিকোয়েস্ট বলতে পার। তুমি আর এই কথাটা বলবে না। যা হয়ে গেছে, হয়ে গেছে। সেটা নিয়ে আমরা দুজনেই ভুগেছি, বাড়ির লোকেরা ভুগেছে। এখন কার দোষ, কে ভুল, এসব নিয়ে আর আমরা কথা বলব না। সবই নতুন করে শুরু হচ্ছে আমাদের, আমরা সেভাবেই শুরু করি চলো।"রনির মুখে কথা যোগায় না। এই সেই বাচ্চা মেয়েটা? সেজেগুজে, নাচ গান, হইচই করে বেড়াত? এতটাই ধাক্কা খেয়েছে এই কয়েকমাসে, এত পরিণত হয়ে গেছে? - "কি হল? চুপ করে আছ কেন? আমি সত্যিই চাই না