ঝরাপাতা পর্ব - ৫৭স্নান সেরে যখন সমুদ্র থেকে উঠে এল যুগল আর লিলি, অন্যদের মতোই দুজন দুজনের হাত ধরে হেঁটে এল রিসর্টের ভিতরে। দুজনের প্রাথমিক লজ্জা কেটে গেছে। রুমে ঢুকেই লিলি গেল ওয়াশরুমে ভালো করে স্নান করতে, যুগল অর্ডার দিল লাঞ্চের। খেতে বসে দুজনেরই এই একান্ত সান্নিধ্যের অস্বস্তি আর নেই। টুকটাক গল্প করতে করতে যুগল একবার এটা খেয়ে দেখো বলে লিলিকে খাইয়ে দেয়। লিলি নিজের চামচে খাবার তুলতেই ও হাঁ করে মুখ বাড়ায়। এভাবে পরস্পরকে খাইয়ে দিতে দিতে হঠাৎ যুগল আরেকটু সাহস করে এগিয়ে আসে লিলির আরও কাছে। ও কিছু বোঝার আগেই আলতো চুমু খায় লিলির ঠোঁটে। লিলি চমকে উঠলেও মুখে লজ্জা মেশানো