ঝরাপাতা পর্ব - ০২লিলি সেই সময়ে ফিরে গেছে তিরিশে ডিসেম্বরের সন্ধ্যায়। রনি আর মিলিকে নিজেদের ঘরে রেখে দিয়ে হাউজিং এর সবার সঙ্গে হঠাৎ পিকনিক। সন্ধ্যায় বেরিয়ে, রাত এগারোটায় দীঘা। হাউজিং এর পুরনো বাসিন্দা নীহাররঞ্জন চৌধুরীর হোটেল আছে ওল্ড দীঘায়। ছোট হোটেল, সেটা পুরোটাই বুক করা হয়েছে। সমুদ্র থেকে একটু দূরে, মিনিট পাঁচেকের হাঁটাপথ। বরং বড় রস্তার ধারে। তাই বাসটা সরাসরি হোটেলের সামনে অবধি আনা যায়। বাসে অন্যদের চোখ এড়িয়ে যুগলের কাঁধে মাথা দিয়ে ঘনিষ্ঠ হয়ে বসে গল্প করছিল লিলি। গল্পের বিষয়, তখন রনি আর মিলি কি করছে, ওদের ভাব হল কিনা। যুগল জোর দিয়ে বলেছিল, "রনি ভাইয়া ঠিক মিলিকে পটিয়ে ফেলেছে। আরে মিলির