ঝরাপাতা - 55

  • 483
  • 130

ঝরাপাতাপর্ব - ৫৫[ আমাদের নায়ক নায়িকা, রনি আর মিলি, শ্রেয়ান আর অদ্রিজার মনের কথা, জীবনের ঝড়বাদলে ঝরাপাতার মতো এখানে ওখানে উড়ে বেড়িয়েছে। তবে শেষপর্যন্ত তারা আশ্রয় পেয়েছিল একে অপরের কাছে। একে অপরের প্রতি ভালোবাসার কথা পরস্পরকে জানাতে পেরেছিল। তাদের জীবনে এসেছে ভালোবাসার মরসুম। তারপর? কি হল ভালোবাসার মরসুমে? ]নানা রঙের আলোয় ভরে আছে আকাশ। লাল, কমলা, হলদে, গোলাপি, ম্যাজেন্টা রঙের খেলা আকাশের বুক থেকে নেমে এসেছে গাছের পাতায়, ঘাসের ডগায়, মাটির উপরে। রেনেসাঁসের কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো নিটোল, নিখুঁত এই প্রকৃতির মাঝখানে গাছের ছায়ায় দোলনায় দুলছে একটি মেয়ে। হাওয়ায় উড়ছে কিছু বাঁধনখোলা চুল, কানে আসছে খিলখিল হাসির শব্দ।