ঝরাপাতাপর্ব - ৫৪ রনি হেসে ফেলে বলে, "এই রে যুগল গেছে সেই তিনটের সময়, আর এখন সাড়ে ছটা বেজে গেছে। এতক্ষণ পর ফোন করলে আমাকে যা করবে। তুমি দিদিকে ফোন করো।"- "ঐ একই হবে। দিদি কি আমাকে ছেড়ে দেবে নাকি?" মিলি খাটে বসে পড়ে। আবার উঠে পড়ে বলে, "তুমি ফোন করো, আমি মুখটা ধুয়ে আসি। যুগলদা আসার আগে ফ্রেশ হয়ে নিই।"রনি মিলির দিকে একবার তাকায়, বেশ সেজেগুজেই এসেছিল, এখন তার চিহ্নমাত্রও নেই। মুখ ধুয়ে এলেও, এই মুখ দেখলে যুগল আর লিলি সবটাই বুঝতে পারবে। রনির চোখের দৃষ্টি পড়তে মিলির অসুবিধা হয় না, লজ্জায় লাল হয়ে বলে, "তুমিই তো, কতবার বললাম ছাড়ো।"রনি তেড়ে