ঝরাপাতা - 53

  • 330
  • 87

ঝরাপাতাপর্ব - ৫৩মিলি চুপ করে আছে। রনিকে ও ভালোবাসে তো বটেই, বিয়ে হতেই ওকে স্বামী বলে মেনেছিল, যদিও এখন বোঝে, বিয়ে সম্পর্কে সেদিন সম্পূর্ণ ধারণাও ছিল না ওর। আর এই নতুন করে সম্পর্কটা তৈরি হওয়ার পর তো রনির মুখেই দুজনের এই সম্পর্কের একটা পরিণতির স্বপ্নের কথা শুনে এসেছে। অথচ বিয়ের সময়ের কথা মনে পড়ার পর থেকে মনে মনে প্রতিদিন তৈরি হয়েছে, রনিকে ও হারিয়ে ফেলবে বলে। তেমনি এখনও রনির মনের কথা জানার পরও বুঝতে পারছে না, রনির বাড়িতে ফিরে যাওয়ার রাস্তা আর ওর আছে কিনা।রনি বুঝতে পারে। মিলি ওর কাঁধে মাথা রেখেই বসেছিল, ফোনটা নামিয়ে একহাতে মিলিকে আগলে বলে, "ভয়