ঝরাপাতা - 52

  • 240
  • 59

ঝরাপাতাপর্ব - ৫২মিলির বুকফাটা কান্নায় প্রথমে রনি দিশেহারা হয়ে পড়েছিল। ও কি বলল, সেটা খেয়ালই করেনি। ভয়ে ভয়ে মিলির পিঠে হাত দিয়ে থামাতে যাচ্ছিল, মিলি ওর হাত ঠেলে দিয়ে আবার বলে ওঠে, "আমাকে যখন পছন্দই করতে না, বিয়ে করে ফেলে গেলে কেন? দিদি তোমাকে বিয়ে করেনি। আমি কি করেছিলাম রনিদা? বিশ্বাস করো, কোনোদিন তোমার কোনো ক্ষতি চাইনি।" কাঁদতে কাঁদতে হিক্কা উঠে যাচ্ছে মিলির। হাঁপাচ্ছে, অস্পষ্ট শোনাচ্ছে কথাগুলো। রনির মাথা ভোঁ ভোঁ করছে। স্থির চোখে মিলির দিকে তাকিয়ে আছে। মিলির কষ্ট হচ্ছে, ওকে থামাতে হবে, শান্ত করতে হবে, কিচ্ছু মাথায় নেই। গলগল করে ঘামছে রনি। যন্ত্রের মতো ওর ডানহাত নিজের মুখ চেপে