ঝরাপাতা - 51

ঝরাপাতাপর্ব - ৫১দরজা খুলেই যুগল "ভাইয়া" বলে রনিকে বুকে জড়িয়ে ধরল। মিলির ভীষণ ভীষণ লজ্জা করছে দিদির মুখোমুখি হতে হবে ভেবে। রনি আর যুগল হাত ধরাধরি করে ভিতরে ঢুকে গেছে। মিলি আর কি করে, টুকটুক করে ওদের পিছন পিছন ভিতরে এসেছে। রনির হাতে একটা বিশাল গিফট প্যাক, ঢুকেই সেটা ও সামনে লিলির হাতে ধরিয়ে দিল, "নাও, তোমার বোন তোমার জন্য কিনেছে। ডিনার সেট। এ্যাই শোনো, এটাতেই আজ আমরা খাব। আমার পকেট থেকে টাকা গেছে আর তোমরা অন্য কাউকে ওপেনিং করতে ডাকবে, তা হবে না।" ডিনার সেট শুনেই লিলি আর যুগল চোখাচোখি করে, বোঝে, আগেরদিন ওদের সংসারের দৈন্যদশা মিলির চোখ এড়ায়নি। তার