ঝরাপাতা - 50

ঝরাপাতাপর্ব - ৫০যুগলের ফোন পেয়েই রনির যেমন মনে লাড্ডু ফুটতে থাকে, তেমনি দুষ্টুবুদ্ধিও উদয় হয়, অনেক জ্বালিয়েছে মিলি। এবার ওর পালা। মিলি চটপট তৈরি হচ্ছিল। ইস, রনিদাকে এত ভুল বুঝে, দিদিকে ভুল বুঝে শুধু শুধু এতগুলো দিন ! এখন কি করে বলবে, বিয়ের কথা সব মনে আছে? তার মধ্যেই রনির ফোন। ভীষণ রকম লজ্জা করতে থাকে, কি বলবে এখন? কালও তেজ দেখিয়ে চলে এসেছে। অথচ ফোন না ধরলেও নয়। মিলির সাড়া পেয়েই রনি যতটা সম্ভব গম্ভীর গলায় বলে, "যুগলরা নেমন্তন্ন করেছে। তুমি কি আমার সঙ্গে যাবে নাকি আলাদা যাবে?"রনির ঐ গলা শুনেই তো মিলির হয়ে গেছে, এখন রাগ ভাঙাব কি করে !