ঝরাপাতা - 49

  • 303
  • 96

ঝরাপাতাপর্ব - ৪৯[অনেক দেরি হল এই পর্বটা আসতে। কিছু পারিবারিক ও ব্যক্তিগত অসুবিধা ছিল। এই সময়ে আশা করি পর্বগুলো অনিয়মিত হলে আপনারা একটু মানিয়ে নেবেন।]যুগলের জামাটা বুকের কাছে ভিজে যাচ্ছে। লিলির সামনে হাঁটু গেড়ে বসে ও দুহাতে লিলির মুখ তুলে ধরে। কান্নাভেজা চোখে চুমু খেয়ে বলে, "তুমি এত কাঁদবে জানলে আমি এখন এই কথা বলতাম না। কদিন ধরে ভালো করে খাও না, ঘুমোও না। কোথায় আমি আজ খেতে দেব ভাবলাম, ভালো করে খাবে ভাবলাম। আমিই কাঁদিয়ে দিলাম।" যুগলের গলা জড়িয়ে ধরেছে লিলি। ধীরে ধীরে লিলির মাথায়, পিঠে হাত বুলিয়ে, ওর কানেকানে নানা কথা বলে শান্ত করে। একটু একটু করে খাইয়ে