ঠাকুরের পোশাক

  • 93

রামায়নের একটা গল্প,-ভীষণ অর্থবহ,-দুষ্ট রাবন সীতাকে হরন করে লংকার অশোক বাটীকায় এনে রাখল।  তারপর থেকে প্রতিদিন রাবন সেজেগুজে সুন্দর বেশে  সীতা মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু সীতা মা  ফিরেও তাকান না রাবনের পানে।  রাবনের মনে একান্ত আকাংখা,-সীতা তার রূপে-গুনে মুগ্ধ হয়ে তাকে স্বেচ্ছায় বরন করুক। কিন্তু সীতা যে তার পানে চোখ তুলে তাকানই না!! তাতে রাবন খুব অপমানিত বোধ করে, ভীষণ  ক্ষুব্ধ হয়ে উঠে তার পৌরুষ ৷ রাতে সে বিছানায় শুয়ে ক্ষোভে দুঃখে কান্নাকাটি করে,- সীতাকে না পাওয়ার যন্ত্রনায় দগ্ধ হয় । সে এত বলশালী, এত ক্ষমতাবান, স্বর্গ মর্ত পাতাল,- তিনলোকে তার প্রভাব,- অথচ সামান্য এক মানবী নারীর মনে জায়গা