মাতঙ্গীর অভিশাপ - 4

চতুর্থ পর্ব: “প্রথম আঘাত”গিরিরামপুরে দিনটা ছিল শান্ত। আকাশ পরিষ্কার, গঙ্গার ঢেউ শান্ত। কিন্তু প্রাসাদের গোপন কক্ষে ষড়যন্ত্রকারীদের মুখে অদ্ভুত হাসি ফুটে উঠছিল।মন্ত্রী বলল—“আজ রাতেই কাজ হবে। রাজপুত্রকে আমরা সম্পূর্ণভাবে আমাদের হাতে আনব। আর এই মেয়েটি—আরাধ্যা—ওকে সরিয়ে দিতে হবে। নাহলে সে আমাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দেবে।”তাদের পরিকল্পনা ছিল সহজ—আরাধ্যাকে অপমান করে এমন পরিস্থিতি তৈরি করা যাতে রাজপুত্র নিজেই তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়।---রাত নামল। প্রাসাদের অঙ্গনে বড়সড় এক সভা বসানো হলো। রাজা সেখানে উপস্থিত, রাজপুত্রও আছে। হঠাৎ মন্ত্রী অভিযোগ আনল—“মহারাজ, এই আরাধ্যা একজন সাধারণ মেয়ে হলেও সে আপনার রাজ্যের নিয়ম ভেঙেছে। সে নাকি গোপনে কালো তন্ত্র করে গ্রামের লোককে বশে