ভুল পথে পেলাম তোমাকে - Part 6

“ছায়ার চোখ, রাতের দাবি”রাতটা অদ্ভুত নিস্তব্ধ।মানুষ ঘুমিয়েছে—কিন্তু ছায়াগুলো জেগে আছে।মায়া ইরাকে ধরে বাড়ির ভেতর ঢুকিয়ে দিল।দরজার কপাট লাগিয়েইসে পেছনে হেলে দাঁড়াল—মুখে এমন দুঃশ্চিন্তা,যেন ভেতরে ঝড় চলছে।ইরা সামনের টেবিলের আলো জ্বালিয়ে বলল—— “মায়া, বসো।”মায়া বসল না।দেয়ালে হাত রেখে মাথা নিচু করে রইল।তার নিশ্বাস অদ্ভুত তীব্র—একদম রাতের-মায়ার মতো নয়,কিন্তু দিনের-মায়ার মতোও না।মধ্যবর্তী এক রূপ।অধিকার আর ভয়ের মাঝামাঝি।ইরা কাছে গিয়ে বলল—— “তুমি ভয় পেয়েছ?”মায়া মাথা নাড়ল—— “ভয় পাইনি।তোর জন্য রেগে আছি।”ইরা অবাক—— “আমার জন্য রেগে আছো?”মায়া চোখ তুলে তাকাল।চোখে যেন প্রচণ্ড ঝড় জমে আছে।— “ও যেই ছায়াটা…ও তোকে দেখছিল, ইরা।”তার গলা কেঁপে উঠল।“আমি সহ্য করতে পারি না।”ইরা চেষ্টা করল হালকা হাসতে—— “এতে রাগ