উৎসবের সার্থকতা

  • 234
  • 63

 বিভিন্ন জায়গায় খুব বড় বড় মেলা হয়। এই মেলাগুলো প্রত্যেকটাই একেকটা অনুষ্ঠান মাত্র । দুর্গাপূজা, কালীপূজা, গনেশপূজা এইগুলোও একেকটা অনুষ্ঠান। আমাদের বাড়ীঘরে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহবার্ষিকী  ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান হয়। আজকাল আমাদের রাজ্যের বিভিন্ন স্থানে promo Fest নামে বিরাট বিরাট গানের জলসা হচ্ছে।  প্রত্যেকটি অনুষ্ঠানেই মানুষ খুব আনন্দ উল্লাস করছে।  অনেক মেলাতেই ভীষণ ভীড় হয়, রকমারি  খাওয়াদাওয়া হয়, নাচগান হয়,  আধুনিক ব্যান্ডের  গানে তুমুল উল্লাস হয়।তেমনি ঠাকুরের উৎসবগুলোও একেকটা অনুষ্ঠানই। অন্যান্য অনুষ্ঠানের মতই এই অনুষ্ঠানে মানুষের ভীড় হয়, বহু মানুষের মিলন হয়, সাজগোজ-আড্ডা-সেল্ফি-গ্রুপ ফটো-ফেইসবুক পোস্ট-রিলস,  খাওয়াদাওয়া, গানবাজনা,  আনন্দ উল্লাস হয়। প্রকৃতপক্ষে অন্যান্য আনন্দ অনুষ্ঠান, মেলা  ও ঠাকুরের উৎসবের মধ্যে  কোন বাহ্যিক