সার্থক জীবন লাভের সহজ উপায়

Lao Tzw নামে একজন চাইনিজ দার্শনিক বহু পূর্বে একটি কথা বলেছিলেন,-" তোমার ভাবনাচিন্তার প্রতি লক্ষ রেখো,- কারন তোমার চিন্তাই তোমার বাক্যে পরিনত হয়।তোমার বাক্যের শব্দচয়নের প্রতি লক্ষ রেখো,- কারন তোমার শব্দই  তোমার কর্মে পরিনত হয়।তোমার কর্মের প্রতি লক্ষ রেখো,- কারন তোমার কর্মই তোমার অভ্যাসে পরিনত হয়।তোমার অভ্যাসের প্রতি লক্ষ রেখো,- কারন তোমার অভ্যাসই তোমার চরিত্রে পরিনত হয়।তোমার চরিত্রের প্রতি লক্ষ রেখো,- কারন তোমার চরিত্রই তোমার ভাগ্য নির্ধারণ করে। " মুদ্দা কথা হল,- আমার ভাগ্য নির্ভর করে আমার চিন্তা, আমার কল্পনা, আমার মানসিক স্থিতির উপর। Law of attraction বলে একটা থিওরি আজকাল বহুল প্রচারিত। এই থিওরি অনুযায়ী, - মানুষ কায়মনোবাক্যে একাগ্রচিত্তে