একটা মানুষের জীবনে সবকিছুতেই চূড়ান্ত উন্নতি সম্ভব নয়। অর্থ, ক্ষমতা, সৌন্দর্য, যশ, খ্যাতি, জ্ঞান, শিক্ষা, আনন্দ, সুখ, সুন্দর সংসার, শান্তি, সুসন্তান, সুস্বাস্থ্য, সুখনিদ্রা,- সবকিছুই একসাথে লাভ করা সম্ভব নয়। কারো জীবনে অঢেল অর্থ হয়ত আছে,- কিন্তু দেখা যায়, - সন্তান মানুষ হয়নি, অথবা স্বাস্থ্য ভাল নয়, বা সাংসারিক সুখ নেই। কারো হয়ত অনেক জ্ঞান আছে,- কিন্তু যশ নেই, ক্ষমতা নেই । কারো জীবনে শান্তি আছে,- কিন্তু অর্থ নেই। কারো সন্তান অনেক উন্নত,- কিন্তু ক্ষমতা নেই। নেপোলিয়ন সারা বিশ্ব জয় করেছিলেন,- অর্থ,বিত্ত, ক্ষমতা, যশ কোনকিছুর অভাব ছিলনা। কিন্তু তিনি তার উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভুগতেন। যদিও উনার উচ্চতা খুব একটা কম ছিলনা,- পাঁচ ফুট ছয়