অচেনা আলো - 10

১. নতুন অধ্যায়শহরের প্রান্তে পুরোনো এক দোতলা বাড়ি।দেয়ালে রঙ এখনও ভেজা, ছাদে শুকোচ্ছে নতুন নামফলক —“আলোর ঠিকানা” এটাই এখন মিশা আর ইশানির জীবনের কেন্দ্রবিন্দু।দু’জনেই দাঁড়িয়ে আছে দরজার সামনে, হাতে ফিতা আর হাসি।পাশে রুবিনা আন্টি, আর কিছু বন্ধুরা—যারা জানে, আজকের দিনটা শুধু একটা প্রতিষ্ঠান খোলার দিন নয়,এটা দুই নারীর জয়ের দিন।ইশানি ফিতা কাটল, আর মিশা ধীরে বলল—— “এই জায়গাটা শুধু আমাদের নয়, সবার।”ভেতরে ঢুকতেই চোখে পড়ে রঙিন দেয়াল,এক কোণে লেখা—> “Love. Live. Light.”এখানেই শুরু নতুন স্বপ্নের গল্প।---২. আলোর মানুষ“আলোর ঠিকানা” তে প্রথমে আসে ছয়জন তরুণ-তরুণী।কেউ ঘর থেকে তাড়িয়ে দেওয়া, কেউ সমাজের ভয়ে মুখ লুকানো,আবার কেউ শুধু নিজের মতো হয়ে বাঁচতে চায়।মিশা তাদের