অচেনা আলো - 8

  • 267
  • 78

১. ঝড়ের পরে নীরবতাকলেজের উৎসবের পর যেন পৃথিবীটা কিছুটা শান্ত হয়ে গেছে।মিশা আর ইশানির মুখ দেখে কেউ এখন হাসে না, কেউ ঠাট্টা করে না—বরং সবাই একটু তাকিয়ে থাকে, যেন দু’জনের সাহসের ভেতর কিছু খুঁজে বেড়ায়।কিন্তু ভিতরে ভিতরে ঝড় থেমে যায়নি।ইশানির মা এখনও চোখ ফিরিয়ে নেন,আর মিশার নিজের পরিবারও নীরব অবস্থান নিয়েছে—“এইসব বিষয় নিয়ে আমরা কথা বলি না”।এই “না বলা” কথাগুলোর ভেতরেই জমে আছে প্রচণ্ড ক্লান্তি, ভয়, আর একফোঁটা আশার আলো।---২. একসঙ্গে থাকা শেখামিশা আর ইশানি এখন প্রায় প্রতিদিন দেখা করে।কখনও লাইব্রেরির পেছনের চুপচাপ করিডোরে, কখনও নদীর ঘাটে,আবার কখনও শহরের ভিড়ে হঠাৎ এক কাপ কফির টেবিলে।কিন্তু আগের মতো তারা শুধু স্বপ্ন