গল্প হলেও সত্যিই । এই ঘটনাটি আমার এক খুব আপন জনের সঙ্গে ঘটে ছিল। তাই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবেন । আমি আমার রচনা গল্প আপনাদের সামনে তুলে দেখাবো। তাই আমার সাথে থাকো। এবং আমাকে আর উৎস যাতে এরকম আরো রহস্যজনক গল্প লিখতে পারি।(একটি দীর্ঘ রহস্য–থ্রিলার গল্প)১. অদ্ভুত সেই রাতবর্ষার এক গভীর রাত। হাওড়া শহর ঝমঝম করে বৃষ্টি খাচ্ছে। রাত তখন প্রায় সাড়ে বারোটা। হাওড়া ব্রিজের নিচ দিয়ে কালো জলের ধারা ছুটে যাচ্ছে।আর এই বৃষ্টিভেজা রাতেই—হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে—একটি ঘটনার সূত্রপাত।ট্রেন নেই, যাত্রী নেই, শুধু আলো ঝিমঝিম করছে। স্টেশনের ঘড়ি বারবার টিক টিক শব্দ করছে।হঠাৎ—ঘড়ির কাঁটা থেমে গেল। ঠিক ১২:৩৭