টোটোচালক টিপু ও অদ্ভুত তিন যাত্রীর হাসির কাণ্ড

  • 72

টোটোচালক টিপু ও অদ্ভুত তিন যাত্রীর হাসির কাণ্ড(একটি বড়, অন্যরকম, মজার গল্প)উলুবেরিয়ার কাছাকাছি এক ছোট্ট শহরে টিপু নামে একটা টোটো চালক ছিল।টিপুর টোটো দেখতে সাধারণ হলেও পিছনের গায়ে লেখা ছিল—“আমি রাস্তায় থাকি, রাস্তা আমার উপর নয়!”গ্রামের সবাই টিপুর টোটোয় উঠতে ভালোবাসত, কারণ টিপুর মুখে প্রতিদিন নতুন গল্প, নতুন কাণ্ড।একদিন সকালে টিপু টোটো নিয়ে বের হয়েছে, ঠিক তখনই এক অদ্ভুত দিন শুরু হল।---⭐ প্রথম যাত্রী: গণিত প্রফেসরটোটোয় উঠে প্রথম যাত্রী বলল—— “বাজার যাব।”টিপু বলল—— “ঠিক আছে, কিন্তু ভাড়া দেবেন লজিক দিয়ে?”প্রফেসর অবাক—— “লজিক দিয়ে ভাড়া?”টিপু বলল—— “হ্যাঁ! আপনি তো গণিতের প্রফেসর…ভাড়া = দূরত্ব × (হাসির পরিমাণ ÷ বিরক্তির মাত্রা)”প্রফেসর হাসতে