বিবাহের পূর্বে মেয়েদের দীক্ষা,- আদৌ প্রয়োজন আছে কি?

  • 162

 " না দাদা, মেয়েকে দীক্ষা নেওয়াব না এখন। বিয়ের পর স্বামী কোন গুরুর দীক্ষিত হবে কে জানে!! শেষে কত ঝামেলা!" যাজনকার্যে গিয়ে প্রায় সৎসঙ্গী বাড়ীতেই এই মন্তব্যের সম্মুখিন হই।ছেলেকে খুব উৎসাহের সহিত দীক্ষা নেওয়াচ্ছে,- কিন্তু মেয়ের বেলায় অরাজী। দীক্ষা কেন নিতে হয়, নিলে কি হয়,- সে সম্পর্কে ধারনা না থাকার কারনেই অনেক পরিবারেই এই আচরন। অথবা নিজের করা ও অনুভূতি এখনো পেঁকে উঠেনি বলে এই অনীহা।.  এত এত দম্পতী দেখি,- তাদের মধ্যে কত কত ঝামেলা আর অশান্তি লক্ষ করি। কিন্তু স্বামী আর স্ত্রী দুই গুরুর দীক্ষিত,- শুধু এই কারনে কোন দম্পতী অশান্তি ও ঝামেলায় দিন কাটাচ্ছে - এমনটা কোথাও লক্ষ করিনি।  বরং বেশীরভাগ