মৌন উপনিষদ — দমন ছাড়িয়ে Vedanta 2.0 — A Spiritual Revolution for the World 𝓐𝓰𝔂𝓪𝓣 𝓐𝓰𝓎𝓪𝓷𝓲 मौन उपनिषद — दमन से परे ভূমিকা মৌন কোনো লক্ষ্য নয়— এটাই অস্তিত্বের প্রথম ধ্বনি। ধর্ম একে পেতে চেয়েছে, বিজ্ঞান একে মাপতে চেয়েছে, আর মানুষ এখনও একে বোঝার চেষ্টা করছে।কিন্তু মৌনকে না পাওয়া যায়, না মাপা যায়, না বোঝা যায়— মৌন কেবল জীবন দিয়ে জিয়া যায়।এই উপনিষদ কোনো শাস্ত্রের ব্যাখ্যা নয়, কোনো বিশ্বাসের ঘোষণাও নয়। এ হলো সেই জীবিত মৌন-এর বিবরণ— যেখানে সাধনা ক্লান্ত হয়ে পড়ে, ধর্ম ঝরে যায়, আর কেবল দেখা অবশিষ্ট থাকে।“মৌন উপনিষদ — দমন ছাড়িয়ে” কোনো পথের প্রচার করে