ছায়াপথের গল্প

  • 759
  • 210

বড় রহস্য–থ্রিলার ভূতের গল্প---অধ্যায় – ১ : অদ্ভুত আমন্ত্রণকলকাতার ইতিহাসবিদ অনিরুদ্ধ চৌধুরী সবসময় অজানা ঘটনার খোঁজে ঘুরে বেড়ান। একদিন ডাকযোগে একটি হলুদ খামের চিঠি এল—> “আপনি যেহেতু হারিয়ে যাওয়া স্থাপত্য নিয়ে গবেষণা করেন, তাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ‘ছায়াপথ প্রাসাদে’।রাত বারোটায় আসবেন।— অজ্ঞাত”চিঠিটি যেন শতবর্ষ পুরনো কাগজে লেখা; কিন্তু পাঠানো হয়েছে মাত্র দুই দিনের আগে।ছায়াপথ প্রাসাদ? অনিরুদ্ধ নামটা কখনো শুনেনি।তবুও অদ্ভুত কৌতূহল তাকে টেনে নিলো। ঠিক করল আমন্ত্রণ রক্ষা করবে।---অধ্যায় –