ঝরাপাতাপর্ব - ৪৭যুগলদের অফিস থেকে বেরিয়ে রাস্তার ধারের একটা দোকান থেকে জল কিনে খেয়ে সিগারেট ধরায় রনি। এরপর একেবারে সোজা বড়বাজারেরই বাইরে চলে আসে। বড়বাজারে তিন পুরুষের গদি থাকলে, আরও নানান যোগাযোগ থাকে। তার মধ্যে গোবিন্দজির মতো ঝাঁ চকচকে ট্যাক্স কনসালটেন্ট থেকে শুরু করে মাসলম্যানও থাকে। এটা কলকাতা আর তার আশেপাশের বাকি ছেলেদের মতোই রনিও জানে। গোবিন্দ পাটানি আর সিং মার্চেন্ট এখন ওর খবর নিতে নির্ঘাত পিছনে লোক লাগিয়েছে। এক ফোনে নিচে অপেক্ষা করছিল, ও বেরোনোর পর থেকেই পিছু নিয়েছে হবে। তাতে রনির কোনো সমস্যা নেই। কারণ ওর ঠিকানা যুগলই ফাঁস করে দেবে, লুকোনোর উপায় নেই। সে পরে ও যুগলকে পটিয়ে