মানুষ যখন কোন সৃষ্টিশীল কর্মে ব্যাস্ত থাকে,- তখন সে আনন্দে থাকে। যত আনন্দে থাকে,- ততই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে। তেমনি যখন কেউ সম্মান পায়, সমাদর পায়, কোন দায়ীত্বপূর্ন কাজে ব্যাস্ত থাকে, কোন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কর্মরত থাকে,পরিবারে-সমাজে-সন্তানসন্ততির কাছে গূরত্ব পায়,- তখন তার সময় খুব ভাল কাটে, খুব সুখে থাকে সে, নিজের জীবনকে খুব গুরত্বপূর্ণ মনে হয়। যার জীবনে কোন উদ্দেশ্য নেই, কর্মব্যাস্ততা নেই, সৃষ্টিশীলতা নেই, - তার জীবন বড় অসহনীয় হয়ে পড়ে৷ যার জীবন অন্য মানুষের কোন উপকারে লাগেনা,- সে মানুষ নিজেকে খুব গূরত্বহীন ও একা ভাবতে শুরু করে। এইভাবে চলতে চলতে সে মানসিক অবসাদ ও জরাগ্রস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে